এভারেস্টে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ব্রিটিশ এক পর্বত আরোহী। পরবর্তীতে তার আর খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি একটি আবিষ্কার ওই আরোহী হারিয়ে যাওয়ার রহস্যের সমাধান দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি
১৯২৪ সালের জুনে অ্যান্ড্রু কমিন স্যানডে আরভিন তার প্রেমিকাকে নিয়ে এভারেস্ট আরোহনে গিয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এরপর প্রেমিকার দেহাবশেষের সন্ধান পাওয়া গেলেও আরভিনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তবে গত মাসে ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারি ধারণ করা একটি দল এভারেস্টে গিয়ে থামকে যায়। হাঁটতে গিয়ে তাদের পা একটি বস্তুর সঙ্গে থাক্কা খায়। এরপর তারা বস্তুটি কী তা খুঁজে বের করার চেষ্টা করেন।
ওই চিত্রগ্রাহণকারী দলের নেতৃত্ব দানকারী জেমি চিন বলেন, বস্তুটিকে আবিষ্কার করার মুহূর্তটি ছিল আমাদের কাছে স্মরণীয় এবং আবেগের।
অনেকেই ধারণা করছেন, এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে সর্বপ্রথম মানব হিসেবে এভারেস্টে পৌঁছানোর ২৯ বছর আগে হয়তো অ্যান্ড্রু কমিন স্যানডে আরভিন প্রথম আরোহী হিসেবে সফল হয়েছিলেন।
বছরের পর বছর ধরে আরভিনের দেহ খোঁজা হয়। ওই সময়ে তিনি তার সঙ্গে একটি পুরাতন ক্যামেরা নিয়েছিলেন চিত্র ধারণা করার জন্য।
ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ কর্তৃপক্ষ খুঁজে পাওয়া পায়ের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা করবেন। এ জন্য তারা বিদেশি, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসারের মন্তব্য চেয়েছে।