Published : Friday, 11 October, 2024 at 9:53 AM, Update: 11.10.2024 10:32:43 AM
দেখুন নয়ন ভরে দেখুন আমার মহান রবের সৃষ্টি।
আর তিনবার করে বলুন- "আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্, আলহামদুলিল্লাহ্, মাশাআল্লাহ্, মাশাআল্লাহ্, মাশাআল্লাহ্
সকল শিল্পীর শ্রেষ্ঠ শিল্পী সকল শিল্পীর মালিক শাহেনশাহ রাব্বুল আলামিন, কুদরতি হুকুমে কতইনা বৈচিত্র্যময় মনোরম সাজ সজ্জ্যা দিয়ে সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য।
তার একটি নগণ্য অপূর্ব নিদর্শন এই পাখিটি
এই মর্মে আল্লাহ সুবহানাতায়ালা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন:-
"তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টি জীবের জন্য"
(সূরাহ্ আর রহমান আয়াতঃ১০)
পাখিদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাতায়ালা বিশেষ গুরুত্বসহকারে যে বিষয়টি উল্লেখ করেছেন;-
"তারা কি লক্ষ্য করেনা আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহংগের প্রতি? আল্লাহই ওদেরকে স্থির রাখেন; অবশ্যই এতে নিদর্শন রয়েছে মু’মিন সম্প্রদায়ের জন্য"
(সূরাহ্ আন নাহাল আয়াতঃ৭৯)
এ সম্পর্কে মহান রব সূরাহ আল মূলকের আয়াতঃ১৯ এ আরো উল্লেখ করেছেন;-
"তারা কি লক্ষ্য করেনা তাদের উর্ধ্বদেশে বিহঙ্গকূলের প্রতি, যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে? দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব বিষয়ে সম্যক দ্রষ্টা"
(সূরাহ্ আল মূলক আয়াতঃ১৯)
বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ) এ প্রসঙ্গে বিশেষভাবে সতর্ক করেছেন
যে কেউ কোনো ক্ষুদ্র পাখিকে অযথা হত্যা করলে কেয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় তকে কঠিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে।
রাসূল(সাঃ)বলেন, যে ব্যক্তি চড়ুই অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো প্রাণী অনর্থক হত্যা করবে, আল্লাহপাক কিয়ামতের দিন তাকে এ হত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন;
হে আল্লাহর রাসূল! পাখির হক কী? তিনি বললেন, পাখি যখন জবাই করবে তখন তাকে খেয়ে ফেলবে। আর তার মাথা কাটার পর ফেলে দেবে না।
সুতরাং নিদ্রা ব্যতীত সর্বক্ষেত্রে আমরা মহান রবের শুকরিয়া আদায় করব। সদা সচেষ্ট থাকব যথাসময়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় সহ আল্লাহ ও তার রাসুলের অন্যান্য হুকুম আহকাম গুলি যথাযথভাবে পালন করতে।
পাশাপাশি সৃষ্টি কুলের অপূর্ব নিদর্শন বৈচিত্র্যময় এসব পাখি গুলিকে নির্বিচারে হত্যা না করে তাদের সংরক্ষণে সকলেই সচেষ্ট থাকব। এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈচিত্র্যময় অতিথি পাখি সহ সব ধরনের পাখি সংরক্ষণে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে জোরালো আহ্বান জানাচ্ছি।