Published : Thursday, 10 October, 2024 at 10:36 PM
গত বিপিএল হয়েছিল জানুয়ারিতে। এবার দিনক্ষণ এগিয়ে আসছে। সব ঠিক থাকলে ২৭ ডিসম্বের পর্দা উঠবে ১১তম আসরের। এর আগে ১৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান।
প্লেয়ার্স ড্রাফটের আগে স্থানীয় ক্রিকেটাররা কে কোন ক্যাটাগরিতে, তা নির্ধারণ করেছে বিসিবি। ১৮৮ জন ক্রিকেটারকে ৬টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক কমেছে। ‘এ’ শ্রেণির পারিশ্রমিক ২০ লাখ কমিয়ে করা হয়েছে ৬০ লাখ টাকা, ‘বি’ শ্রেণির পারিশ্রমিক ১০ লাখ কমে ৪০ লাখ ও ‘সি’ শ্রেণির পারিশ্রমিক ৫ লাখ কমে হয়েছে ২৫ লাখ। ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণির পারিশ্রমিক আগের মতোই ২০, ১৫ ও ১০ লাখ টাকা করে।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার থাকছে না। তাদের বদলে নতুন দল দুর্বার রাজশাহী। নাম বদলেছে ঢাকা ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের রিমার্ক হারল্যানের মালিকানায় ঢাকার নতুন নাম এখন ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাম বদলে হয়েছে চিটাগং কিংস।