Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিলেন ট্রাম্প ■ বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন করে যা রাখা হলো ■ হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪ ■ আবারও বনানীর সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা ■ গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ■ শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ■ বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি রিমান্ডে
‘দুর্গাপূজায় কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াবে না’
Published : Thursday, 10 October, 2024 at 8:34 PM, Update: 10.10.2024 8:37:54 PM

রাজধানীর উত্তরার মুগ্ধ চত্বর পূজামণ্ডপ পরিদর্শনে যান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান

রাজধানীর উত্তরার মুগ্ধ চত্বর পূজামণ্ডপ পরিদর্শনে যান র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজায় কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াবে না দাবি করেছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর উত্তরার মুগ্ধ চত্বর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

র‌্যাবের মহাপরিচালক বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব সম্প্রদায়, বর্ণ ও গোত্রের মানুষ তাদের বিভিন্ন ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে সুন্দরভাবে পালন করে আসছে, এবং আমরা সবাই এতে সহযোগিতা করি।

তারই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজা অনুষ্ঠানটিও অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নির্বিঘ্নে, কোনও প্রকার ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে সেটিই আমরা আশা করি এবং সেই আঙ্গিকেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৫টি ব্যাটালিয়ন দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীও র‌্যাবের পাশে আছে। যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সবাই মিলে এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবার দুর্গাপূজা উদযাপন করছি। আমাদের এই সম্মিলিত শক্তি, সম্মিলিত প্রচেষ্টা, সৎ উদ্দেশ্য, সৎ প্রচেষ্টার বিরুদ্ধে কেউ অপতৎপরতা চালাতে পারবে না। পূজাকে কেন্দ্র করে ন্যূনতম কোনও ঘটনাও যেন না ঘটতে পারে তার জন্য সর্বদাই সতর্ক দৃষ্টি রাখছি।

র‌্যাব ডিজি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেকোনও মূল্যেই হোক এই অনুষ্ঠানটি আমরা সুষ্ঠুভাবে করতে সম্পন্ন হবে। কোনও অপশক্তি এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যেকোনও অপশক্তির বিরুদ্ধে আমি দৃঢ়ভাবে বলতে চাই এদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং এদেশের শান্তিপ্রিয় জনগণ কোনও অপশক্তির অপতৎপরতা প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। সুতরাং আপনারা নির্বিঘ্নে নিরাপদে দুর্গাপূজা পালন করবেন। আমরা ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকবো। কোনও অপশক্তি যাতে কোনও অপচেষ্টা করতে না পারে এজন্য আমরা সবসময় সজাগ আছি।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি ছোট ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বড় ধরনের অপতৎপরতা চালানো হয়। আমরা এসবের বিরুদ্ধেও সচেতন আছি। এ বিষয়েও র‌্যাবের সাইবার ইউনিট সর্বদা মনিটরিং করছে, যাতে সাইবারে ওয়ার্ল্ডে কোনও অপশক্তি কোনও অপতৎপরতা না চালাতে পারে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
বন্ধ হয়নি সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up