প্রায় দুই ঘণ্টার মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা পোশাক কারখানার শ্রমিকরা কর্মসূচি শেষ করায় স্বাভাবিক হয়েছে বাড্ডা থেকে কুড়িল পর্যন্ত সড়কে যান চলাচল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ট্রাফিক বিভাগ গুলশানের পক্ষ থেকে জানানো হয়, গার্মেন্টস কর্মীদের আন্দোলন শেষ হয়েছে। ফেরদৌস ও ইউরোজোন গার্মেন্টসের কর্মীরা প্রগতি সরণির লিঙ্ক রোড থেকে চলে গিয়েছেন। বর্তমানে এই রাস্তায় যান চলাচল শুরু হয়েছে।
এর আগে, বেলা পৌনে একটার দিকে বকেয়া বেতনের দাবিতে ইউরোজোন গার্মেন্টস ও ফেরদৌস গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন। তারা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে স্লোগান দেন।
শ্রমিকদের সড়ক অবরোধ করার কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ যায়। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কে চলা পরিবহনের যাত্রীরা। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হন। আবার কেউ হেঁটেই যান গন্তব্যে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক পর্যায়ে সড়ক ছেড়ে যান শ্রমিকেরা।