আগামী ১১ অক্টোবর থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ছিল দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদল ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আকস্মিকভাবে পেশাদার লিগ কমিটির আসন্ন ফুটবল মৌসুম দেড় মাস পেছানো হয়েছে।
বুধবার অনলাইনে লিগ কমিটির জরুরি সভায় ভেন্যু সংকট ও পারিপার্শ্বিক কারণে ঘরোয়া মৌসুম দেড় মাস পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের পর সকল স্ট্যান্ডিং কমিটিতে আসবে পরিবর্তন। ফলে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত মূলত নবনির্বাচিত কমিটির উপর পড়বে।
লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, ‘আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেন্যুগুলো মনোনীত করেছিলাম সেগুলো এখনও প্রস্তুত হয়নি। যেহেতু ভেন্যুগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষদিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে গত ১৪ সেপ্টেম্বর লিগ কমিটির বৈঠকে জানানো হয়েছিল, ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও ময়মনসিংহে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত। মুন্সিগঞ্জে আপাতত আর্মি ক্যাম্প থাকলেও সেটা সরে গেলে ম্যাচ হতে পারে। গাজীপুর ও মানিকগঞ্জ ভেন্যু বাফুফের পরিদর্শক দল দেখে এসেছে।
লিগ আয়োজনে অন্তত পাঁচটি ভেন্যু প্রয়োজন। আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছে বসুন্ধরা কিংস ও ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়াম রয়েছে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় থাকা কুমিল্লা, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়াম বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে পায়নি।