Published : Tuesday, 8 October, 2024 at 9:11 PM, Update: 08.10.2024 9:16:54 PM
কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে পাঁচজন বড়শি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলেদের ফেরত নিয়ে আসতে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তবে প্রতিবেদেন লেখা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।
তারা হলেন- রাশেদ হোসেন, বোরহান, সাইফুল ইসলাম, রাসেল ও আলম। তারা টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুস সালাম বলেন, আমার এলাকার পাঁচ জেলে নাফ নদে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের লোকজন। তাদের কারা নিয়ে গেছে- সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সে দেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্য আরকান আর্মি দখলে আছে। তাই ধারণা করা হচ্ছে, আরকান আর্মির সদস্যরা নিয়ে গেছে।
স্থানীয় জেলেদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদের মালিকানাধীনসহ তিনটি নৌকা নাফ নদে মাছ শিকারে নামে। এ সময় মিয়ানমারের কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে দুটি নৌকাসহ মাঝিমাল্লারা পালিয়ে আসতে সক্ষম হলেও মজিদের নৌকাসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয় যায়।
অপহরণের শিকার জেলে আলমের মা হামিদা খাতুন বলেন, আমার ছেলে অন্য জেলেদের সঙ্গে নাফ নদে মাছ শিকারে যায়। এ সময় তাদের ধাওয়া করে। অন্য জেলেরা পালিয়ে আসতে পারলেও আমার ছেলেসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মির লোকজন। এখন পর্যন্ত আমার ছেলের কোনও খোঁজ পায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি।