রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের এক কর্মীকে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর (৪৭)। তিনি যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী।
নিহতের ভাতিজা মো. রুবেল জানান, ওই এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চাচা বাসা ভাড়া দিয়ে চলেন, এছাড়া তেমন কিছু করেন না। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন। তবে কী কারণে এটি ঘটেছে তা তাৎক্ষনিক জানতে পারেন নাই রুবেল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় তাকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।