Published : Sunday, 6 October, 2024 at 9:29 PM, Update: 06.10.2024 9:48:36 PM
ম্যাচের আগে গোয়ালিয়রের সিন্দি স্টেডিয়ামের পিচকে বলা হচ্ছিল ব্যাটিং উইকেট। তবে সেখানে ব্যাটিং নেমে দলীয় ৫৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। শঙ্কা দেখা দিয়েছিল ১০০ রানের মধ্যে অলআউট হওয়ার। তবে শেষ পর্যন্ত দলকে ১২৭ রান পর্যন্ত টেনে নিয়ে যান মেহেদী হাসান মিরাজ।
রোববার (০৬ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দায়িত্ব নিয়ে ইনিংস মেরামত করতে পারেননি কেউই। পুরো ইনিংসে ২০ এর অপর রান করেছেন কেবল নাজমুল হোসেন শান্ত এবং মিরাজ। শেষদিকে মিরাজ হাল না ধরলে ১০০ রানের নিচেও অলআউট হতে পারতো টাইগাররা।
ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলে প্রথম বাউন্ডারি হাঁকান লিটন দাস। তবে পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন এই ওপেনার। পারভেজ হোসেন ইমনও শুরুটা করেন দারুণ। নিজের খেলা চতুর্থ বলে হার্দিক পান্ডিয়াকে দারুণ এক ছক্কা মারেন তরুণ এই ব্যাটার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও।
পঞ্চম ওভারটা দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। তিন বছর পর দলে ফেরা বরুণের দ্বিতীয় বলে স্লগ সুইপ খেলেন হৃদয়, যা গেছে স্কয়ার লেগে নীতিশ কুমার রেড্ডির কাছে। তরুণ এই ক্রিকেটার ক্যাচ ধরতে না পারায় বল যায় সীমানায়। পরের বলটিও বাউন্ডারিতে পাঠান হৃদয়। এটি অবশ্য গ্যাপে ফেলেই। একই ওভারের শেষ বলে রিভার্স সুইপে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারেন নাজমুল শান্ত।
পঞ্চম ওভারে ১৫ রান নেয়ার পর ইনিংসের ষষ্ঠ ওভারটা মেডেন দেন অভিষিক্ত মায়াঙ্ক যাদব। পুরো ওভার ব্যাটিং করে একটি রানও বের করতে পারেননি তাওহীদ হৃদয়।
বর্তমান সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটার মনে করা হলেও এই ম্যাচে হৃদয়ের ব্যাটিং ছিল বেশ হতাশার। ১৮ বল ব্যাটিং করলেও পুরোটা সময় অস্বস্তিতে ছিলেন তিনি। সপ্তম ওভারে তাকে মুক্তি দেন বরুণ। বরুণকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার খেলতে নামা মায়াঙ্ক যাদবকে প্রথম উইকেটের স্বাদ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ২ বলে ১ রান করে আউট হন অভিজ্ঞ এই ব্যাটার।