Published : Saturday, 5 October, 2024 at 9:46 PM, Update: 05.10.2024 9:50:17 PM
১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও চমক দেখালো। নাহিদা-ফাহিমারা দারুণ বোলিংয়ে শক্তিশালী ইংল্যান্ডকে ৭ উইকেটে ১১৮ রানে আটকে দিলো। স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশকে টানা দ্বিতীয় জয় পেতে করতে হবে ১১৯ রান।
শনিবার (০৫ অক্টোবর) শারজায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল ইংল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভারে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলে তারা। আর এক রান করে ভেঙে যায় এই জুটি। সপ্তম ওভারে রাবেয়া খান মাইয়া বুশিয়ারকে (২৩) নাহিদা আক্তারের ক্যাচ বানান।
স্কোরবোর্ডে আর পাঁচ রান যোগ হতেই সাজঘরে ফেরেন নাট সাইবার-ব্রান্ট। ফাহিমা খাতুনের এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন ৫ বলে ২ রান করা এই ব্যাটার। দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় ইংলিশ মেয়েরা। ৭ বলে ৬ রান করা অধিনায়ক হিদার নাইটকে সাজঘরে ফেরান রিতু মণি।
আর ৩ রান যোগ করতেই চতুর্থ উইকেট হারায় তারা। ৪০ বলে ৪১ রান করা ড্যানিয়েল ওয়াট-হজকে প্যাভিলিয়নে ফেরান নাহিদা আক্তার। পপিং ক্রিজ থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বল মিস করেন হজ। পরে স্টাম্পড আউট করেন উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি।
১৬তম ওভারে ফাহিমা খাতুনের করা পঞ্চম বল রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে নাহিদার হাতে ধরা পড়েন অ্যালাইস ক্যাপসি। আউট হওয়ার ১৭ বলে ৯ রান করেন এই ব্যাটার। দলীয় ১০১ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংলিশরা। ১১ বলে ৭ রান করা ড্যানিয়েল গিবসন আউট হন উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। এরপর ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন চার্লি ডিন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ইংলিশরা। অ্যামি জোন্স ১৬ বলে ১২ ও সোফি একলেস্টোন ২ বলে ৮ রান নিয়ে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মণি। এছাড়া একটি উইকেট পেয়েছেন রাবেয়া খাতুন।