বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আনোয়ার ইব্রাহিম ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।