বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও প্রাণনাশের ঘটনায় হওয়া মামলায় কৃষকলীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষকলীগের সভাপতি সমীর চন্দকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সমীর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।