আরব আমিরাতে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হলো শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থেকে নারী ক্রিকেট দলের বিজয়কে নিজের চোখে দেখেছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ম্যাচ শুরুর আগে অবশ্য আইসিসির আমন্ত্রণে দুবাইতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মন্ত্রণালয়ের একটি ডেলিগেশন দল পরিদর্শন করেন বিশ্বকাপ ভেন্যু ও আইসিসি একাডেমি। এছাড়া এমিরেটস ক্রিকেট অ্যাসোসিয়েশনের তৈরি করা ক্রিকেট অবকাঠামোও পরিদর্শন করেন তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এ সময় মন্ত্রণালয়ের ডেলিগেশন ছাড়াও ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।