শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা সাদিয়া বিনতে আফজালের রুমে তল্লাশি চালানো পর তার রুম থেকে ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। টাকা উদ্ধার বিষয়ে কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজাল কোনো সদুত্তর দিতে পারেননি।
মঙ্গলবার শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এ টাকা উদ্ধার করে। এ ঘটনায় শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহ ও সাদিয়া বিনতে আফজালের তালাবদ্ধ রুমে তল্লাশি চালিয়ে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।