কনস্যুলার শাখার লোকবল বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। এর মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিচ্ছে দূতাবাস।
বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসটিতে বর্তমানে প্রায় ৪০ হাজারের অধিক কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন। সমস্ত প্রক্রিয়া সম্পাদনপূর্বক এরই মধ্যে তারা স্ব-স্ব আবেদনকারীর কাছে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক (অন্তত ২০ হাজার) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।
তবে ইতালি দূতাবাস জানায়, জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা করা সব ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে।