ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রীকে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায়, তিন মাস আগে চালানো তাদের এক বিমান হামলায় হামাসপ্রধান রাহি মুশতাহা এবং দুই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্স বার্তায় এ কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
গাজা প্রধানমন্ত্রী রাহি মুশতাহা, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। ১৯৮০ এর দশকের মাঝামাঝি সময়ে মুশতাহা এবং সিনওয়ার একসঙ্গে আল-মাজদ (গ্লোরি), মুনাজামত আল-জিহাদ ওয়া আল-দাওয়া (পবিত্র যুদ্ধ ও প্রচারের সংগঠন) এর সংক্ষিপ্ত রূপ গঠন করেন।
এর প্রধান কাজ ছিল ইসলামপন্থী ফিলিস্তিনি সমাজে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে ক্ষুণ্ন করে বা পরবর্তীতে হামাস হিসেবে গড়ে ওঠার মিশনে তথ্য পাচারকারীদের খুঁজে বের করা এবং শাস্তি দেয়া।
মুশতাহাকে এক সময় ইসরায়েল গ্রেপ্তার করে এবং কারাগারে পাঠায়। ২০১১ সালে ইসরায়েলি সৈনিক গিলাদ শালিটের বিনিময়ে সিনওয়ারের মতো মুশতাহাকেও বন্দী বিনিময়ে মুক্তি দেয়া হয়।
কারাগারের ভিতরে মুশতাহা হামাসের একজন সিনিয়র ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং তিনি মুক্তি পাওয়ার পর নেতা হয়ে ওঠেন।
তার মুক্তির মাত্র তিন দিন পর তিনি গাজা শহরের একটি রাত্রিকালীন সমাবেশে হাজির হয়ে জনতার সামনে ভাষণ দেন। ভাষণে মুশতাহা বলেন, হামাস যুদ্ধ করবে। আমাদের জাতি এবং আমাদের প্রতিরোধ অত্যাচারী শত্রুর মুখে তীরের মতো আঘাত হানবে।
ইসরায়েলের বিবৃতি অনুসারে, হামলাটি উত্তর গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডকে লক্ষ্য করে চালানো হয়েছিল। যেটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে কাজ করত।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ এক বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে হামাসের যোদ্ধা, কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন।
যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে। তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি। সূত্র: রয়টার্স