ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও যানবাহন বিকল হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। এর আগে বুধবার দিনগত রাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে মহাসড়কেরসিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের কেওঢালা এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে কেওঢালা এলাকা ছাড়িযে গেছে যানজট। চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, তীব্র যানজটের কারণে যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারছেন না। সেই সঙ্গে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানবাহন বিকল হওয়ায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে।
দীর্ঘ সময় ধরে যানজটে বসে আছেন হানিফ বাসের চালক আবুল মিয়া। তিনি বলেন, টানা বৃষ্টিতে যানজট বেড়েছে। শুনেছি, এই বৃষ্টির মধ্যে সামনে যানবাহন নষ্ট হয়ে গেছে। এ কারণে যানজট আরও বেড়েছে।
ছাতি হাতে বৃষ্টিতে রওনা দিয়েছেন করিম মিয়া। তিনি বলেন, আধা ঘণ্টার ওপরে গাড়িতে বসে ছিলাম। যানজটের আটকা পড়েছি। এ কারণে পায়ে হেঁটে রওনা দিয়েছি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজট বিকল হয়ে পড়েছে। যানজটে নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত যানজট কমে আসবে।