Published : Wednesday, 2 October, 2024 at 11:54 PM
ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. আশরাফুল আলম রাসেল।
সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গারো পাহাড়ের কালিস্থান, দরবেশতলা, মালিটিলা, তাওয়াকুচা এলাকায় উপজেলা প্রশাসন অভিযানে গেলে বালু ব্যবসায়ীরা বালু তোলার সরঞ্জাম রেখে পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে বালু তোলার জিনিসপত্র ধ্বংস করা হয়। পরে ইউএনও অবৈধভাবে বালু তোলার ব্যাপারে স্থানীয় মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, বিজিবি সদস্য ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. অশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। তবে যারা অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।