আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক কাউসার হোসেন খাঁন নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে তার পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে। নিহত ওই শ্রমিক জিরাবো এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানায় কাজ করতেন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএর সচিব ফয়জুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ফয়জুর রহমান বলেন, শ্রম আইন অনুযায়ী তার (নিহত শ্রমিকের) সকল পাওনাদি অতি দ্রুত পরিশোধ করা হবে। পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছে বিজিএমইএ।
ফয়জুর রহমান আরও বলেন, এদিন সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের কারখানায় সেনাবাহিনীর উপস্থিতিতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলছিল। এ সময় কিছু বহিরাগত ব্যক্তি মন্ডল গ্রুপের দুজন শ্রমিকের মৃত্যুর গুজব তুলে কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্য কারখানার শ্রমিকেরাও সেখানে জড় হতে থাকেন। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকেরা মুখোমুখি অবস্থান নেন।
বহিরাগত ও শ্রমিকেরা মিলে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা আরও উত্তেজিত হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও শ্রমিক গুরুতর আহত হন।
আহত শ্রমিকদের স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক কাউসার হোসেন খাঁনকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের ঘটনায় আহত আইন-শৃঙ্খলা বাহিনীর ১১ জন সদস্য বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।