Published : Sunday, 29 September, 2024 at 12:45 AM, Update: 29.09.2024 12:18:01 PM
না ফেরার দেশে চলে গেলেন জেনারেল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ডা. মোমেনুল হক। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮২ সালে এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করেন ডা. মোমেনুল হক।
পরবর্তীতে ওষুধ উৎপাদনে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেও সফল হন। তাঁর স্ত্রী সারাহ ইসলামও চিকিৎসক।
১৯৫৬ সালের ৩১ ডিসেম্বর জন্ম ডা. মোমেনুল হকের। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য তিনি।