Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ যে কারণে খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান ■ সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গণঅভ্যুত্থানে আহতরা ■ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ■ ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ ■ ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার ■ রাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা ■ ফিলিস্তিনে আল-জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
Published : Saturday, 28 September, 2024 at 8:38 PM, Update: 28.09.2024 8:46:32 PM

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলার ধারার বিপরীতে দুই গোল খেয়ে শেষ পর্যন্ত লড়াই করে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। ২-২ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ টাইব্রেকারের গড়ায়, সেখানেও সমানে সমান লড়াই চলতে থাকে। তবে সেমিফাইনালে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায়, ঠিক আগ মুহূর্তে কোচ সাইফুল বারী টিটু গোলকিপার পরিবর্তন করেন। নাহিদুল ইসলামের জায়গায় আলিফ রহমান ইমতিয়াজ তেকাঠির দায়িত্বে। আর কোচের এমন কৌশল বেশ কাজে দিয়েছে। আলিফ পাকিস্তানের আব্দুল ঘানির নেওয়া অষ্টম শট রুখে দিয়ে বাংলাদেশকে ফাইনালে নিতে সহায়তা করেন। আর মিঠু চৌধুরী শেষ শটে জাল কাঁপিয়ে লাল-সবুজ দলে আনন্দের ঢেউ বইয়ে দেন।

বাংলাদেশের হয়ে অন্য গোলগুলো করেছেন মুর্শেদ আলী, জয় আহমেদ, সায়েম অমিত, কামাল মৃধা, মোহাম্মদ মানিক ও আকাশ আহমেদ।

এর আগে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে বাংলাদেশ আধিপত্য দেখায়। তবে ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি। অষ্টম মিনিটে অপুর ক্রসে নাজমুল হুদা মাথা ছোঁয়ালেও বলে চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

২৮ মিনিটে নাজমুলের বাড়ানো দারুণ থ্রু বল পেয়ে যান অপু। অফসাইড ফাঁদ ভেঙে বক্সেও ঢুকে পড়েছিলেন এই ফরোয়ার্ড, কিন্তু পারেননি পাকিস্তানি গোলকিপারকে পরাস্ত করতে। 

৩২ মিনিটে ধারার বিপরীতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নারে উড়ে আসা বলে হেড করে জালে পাঠান শাহাব আহমেদ।

বিরতির পর বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। ৬০ মিনিটে আব্দুল রেহমানের পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বাংলাদেশ ৭২তম মিনিটে সুযোগ পায়। বদলি ফরোয়ার্ড মোহাম্মদ মানিকের কোনাকুনি শট পাকিস্তানের গোলকিপার ঝাঁপিয়ে আটকান।

এরপরই কর্নার থেকে ম্যাচে ফেরার উপলক্ষ পায় বাংলাদেশ। কর্নারের পর বক্সের ভেতর থেকে সাইড ভলিতে জাল খুঁজে নেন বদলি ফরোয়ার্ড মিঠু চৌধুরী।

শেষ দিকে এসে আক্রমণ ধরে রেখে বাংলাদেশ সমতাসূচক গোলটি পায়। যোগ করা সময়ে রিফাত কাজীর ক্রসে মানিকের নিঁখুত প্লেসিংয়ে স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ। স্কোরলাইন ২-২ হলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে শেষ হাসি বাংলাদেশের। এখন ৩০ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে সাইফুল বারী টিটুর দল। আরেক সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঘরের মাঠে হোঁচট ব্রাইটনের
ক্রীড়া ডেস্ক
Saturday, 28 December, 2024
জয় দিয়ে বছর শেষ আর্সেনালের
ক্রীড়া ডেস্ক
Saturday, 28 December, 2024
এক দিনেই শেষ রেফারিদের কোর্স
নিজস্ব প্রতিবেদক
Monday, 23 December, 2024
জয় পেয়েছে অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
Monday, 16 December, 2024
দুইবার পিছিয়ে পড়েও লিভারপুলের ড্র
ক্রীড়া ডেস্ক
Sunday, 15 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up