Published : Wednesday, 25 September, 2024 at 10:00 AM
দ্বিতীয় টেস্ট বাতিলের দাবিতে উত্তপ্ত ভারতের কানপুর। সেখানকার কট্টরপন্থী হিন্দু মহাসভা এরই মাঝে স্টেডিয়ামের সামনে প্রতিবাদ জানিয়েছে। পুলিশ আটক করেছে অন্তত ২০ জনকে। এমন পরিস্থিতিতে কানপুর পৌঁছেছে বাংলাদেশ দল।
কানপুর এখন যুদ্ধক্ষেত্র। অন্তত ভারতীয় গণমাধ্যম তেমনটাই বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা হোটেলে থাকবে কড়া পুলিশি প্রহরা। অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষেধ।
এই শহরে বাংলাদেশের টেস্ট বাতিলের আর্জি জানিয়েছিল কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা। কিন্তু তা হয়নি। তাই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে সংগঠনটি। সোমবার ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে।
মূলত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে ম্যাচ বাতিলের দাবি করেছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীও নিরব থাকেনি। আটক করেছে অন্তত ২০ জন বিক্ষোভকারীকে। পুলিশ নিজেই রোববার ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
নিরাপত্তা নিশ্চিতে প্রাদেশিক ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করছে পুলিশ। উত্তর প্রদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার হরিষ চন্দ্র বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যবেক্ষণ করছি এবং কোনো দুর্বলতা যাতে না থাকে তার চেষ্টা করেছি।
তবে হিন্দুমহাসভার বিক্ষোভের মাঝে বুধ ও বৃহস্পতিবার কিভাবে অনুশীলন করবে দু’দল তা এখনও অজানা। শুধু ক্রিকেটাররা নয়, সিরিজ কাভার করতে ভারত সফরে আসা গণমাধ্যমকর্মীরাও নিরাপত্তা শঙ্কায়।