Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বছরে ২ বারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা ■ ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ ■ কর্মসূচি স্থগিত, ডিএমপি সাথে বৈঠক সোমবার ■ রেমিট্যান্স প্রবাহ এ মাসে আরও ঊর্ধ্বমুখী ■ সোহরাওয়ার্দী-নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত ■ ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা ■ কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ালো সরকার
সিঙ্গাপুরে ৪৯ বছর পর কোনো মন্ত্রীর দুর্নীতির দায় স্বীকার
Published : Tuesday, 24 September, 2024 at 2:00 PM

আদালতে এসে পৌঁছালেন সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রী এস ঈশ্বরণ

আদালতে এসে পৌঁছালেন সিঙ্গাপুরের সাবেক পরিবহন মন্ত্রী এস ঈশ্বরণ

সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী এস ঈশ্বরণ ঘুষ নেয়ার অভিযোগে দায় স্বীকার করেছেন। বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় থাকা সিঙ্গাপুরে এ ধরনের বিচারের ঘটনা বিরল। প্রায় চার দশক আগে স্বাধীন দেশ হিসেব যাত্রার শুরুর পর এবারই প্রথম দেশটির কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে এএফপি।

নিয়মবহির্ভূতভাবে হাজার হাজার ডলার সমমূল্যের উপহারসামগ্রী নেয়াসহ বেশ কিছু অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে পরিবহনমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন এস. ইসওয়ারান। ৬২ বছর বয়সী ইসওয়ারানের বিরুদ্ধে ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। এর বেশির ভাগই দুর্নীতিসংক্রান্ত। তবে আজ সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা মুলতবি করা হয়। এর পর কৌঁসুলিরা ৩৫টি অভিযোগের মধ্যে শুধু লঘুতর পাঁচটি অভিযোগ নিয়ে এগোতে থাকেন।

এ পাঁচটি অভিযোগের একটি হলো বিচারকাজে হস্তক্ষেপ এবং অপর চারটি নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নেয়াসংক্রান্ত। সিঙ্গাপুরের সম্প্রচারমাধ্যম সিএনএ এবং দ্য স্ট্রেটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসওয়ারান পাঁচটি অভিযোগই স্বীকার করেছেন। সাজা ঘোষণার জন্য অপর ৩০টি অভিযোগও বিবেচনায় নেওয়া হবে।

বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলে ইসওয়ারানের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আর উপহারসামগ্রী নেয়ার চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

এর আগে আজ সকালে একটি সাদা রঙের এসইউভি গাড়িতে চড়ে সুপ্রিম কোর্টে পৌঁছান সাবেক এ পরিবহনমন্ত্রী। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকা সংবাদকর্মীরা তাঁকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে রাজি হননি। তিনি সাংবাদিকদের শুধু ‘শুভ সকাল’ বলেন। স্থানীয় সময় সকাল ১০টা দিকে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়।

আগামী বছরের নভেম্বরে সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এস. ইসওয়ারান অভিযুক্ত হওয়ায় তার দল ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টিরও ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও অভিযোগের বিষয়ে সরকারিভাবে নোটিশ দেয়ার পর ইসওয়ারান দল থেকে পদত্যাগ করেছেন।

সিঙ্গাপুরে একটি ফৌজদারি আইনে বলা আছে, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে যাদের সঙ্গে কাজ করেন, তাদের কাছ থেকে কোনো মূল্যমান থাকা উপহার সামগ্রী নিতে পারবেন না। ইসওয়ারানের বিরুদ্ধে বেশির ভাগ অভিযোগ করা হয়েছে এ আইনের আওতায়।

সাবেক পরিবহনমন্ত্রীর আইনজীবীর দাবি, ওই ব্যবসায়ীরা তার মক্কেলের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে সেসব উপহারসামগ্রী তিনি নিতে পারেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বাগলানে মাজারে বন্দুক হামলা, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 22 November, 2024
শিক্ষার্থীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 17 November, 2024
থাইল্যান্ডে রোহিঙ্গা সন্দেহে ৭০ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 16 November, 2024
ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কা, নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 12 November, 2024
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চায় না ইইউ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 9 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up