Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর ■ পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৮ ■ খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময় ■ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির ■ রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না ■ এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা, পাশে হাস্যোজ্জ্বল ড. ইউনূস ■ নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনকে কুপিয়ে হত্যা
Published : Monday, 23 September, 2024 at 9:53 AM, Update: 23.09.2024 10:21:10 AM

সাগর হোসেন তালুকদার

সাগর হোসেন তালুকদার

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর হোসেন তালুকদার  (৩৫) ও তার এক সহযোগী স্বপন হোসেনকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আরেক সহযোগীর এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা ফেলে রাখা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাবরুল ছোটমণ্ডল পাড়ার তোজাম্মেল হকের পোল্ট্রি ফার্মের পাশে ডোবা থেকে দুটি মরদেহ ও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করে পুলিশ।

সাগর হোসেন উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার নামে হত্যা ও মাদকসহ হাফ ডজনেরও বেশি মামলা রয়েছে। অপরদিকে স্বপন হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি শাবরুল বাজারে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে সাগর হোসেন ও তার ওই দুই সহযোগীকে সঙ্গে করে মোটরসাইকেলে শাবরুল বাজার এলাকার দিকে আসছিল। পথে সাবরুল ছোটমণ্ডলপাড়ার তোজাম্মেল হকের খামারের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে উপুর্যপুরি কুপিয়ে সাগর ও স্বপনকে হত্যা করে। অপর এক অজ্ঞাতনামা সহযোগীকে কুপিয়ে শরীর থেকে এক হাত বিচ্ছিন্ন করে দেয়।

সাগর হোসেন স্বেচ্ছাসেবক লীগ কর্মী বলে জানা গেছে। তিনি একটি বাহিনী পরিচালনা করতেন। তাদের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। শাবরুল এলাকার মাছ ব্যবসায়ী শিহাব উদ্দিন বাবু ও প্রভাষক পারভেজ হত্যার সঙ্গে জড়িত ছিল সাগর।

শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ফারুক হোসেন জানান, সাগর ও স্বপন নামে দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসময় শরীর থেকে বিচ্ছিন্ন একটি হাত উদ্ধার করা হয়েছে। তবে হাতটি কার সেটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জিয়াউল-মামুনসহ ৮ জনকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 20 November, 2024
ধানমন্ডিতে ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up