Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে ■ ‘আ:লীগ প্রতিষ্ঠিত হতে চাইলে আরও একটি অভ্যুত্থান হবে’ ■ আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের আগুন, নিহত ১ ■ নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান ■ রেমিটেন্স বাড়ছে, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার ■ কর্মবিরতির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন চিকিৎসকরা ■ পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিলেন ট্রাম্প
'পানির ন্যায্য হিস্যায় অতীতের মতো আর নীরবতা নয়'
Published : Sunday, 22 September, 2024 at 1:35 PM, Update: 22.09.2024 1:38:42 PM

সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সেই সময়টা শেষ হয়ে গেছে। পানি ন্যায্য হিস্যা নিয়ে সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। আমারা এখন দেশের স্বার্থে সোচ্চার। নতজানু নীতির দিন শেষ।

রোববার (২২ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরামের মীর্জানগরের নিজ কালিকাপুর বল্লারমুখ বাঁধ দেখতে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণকে জানতে এসেছি, তারা কি সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছেন, প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, উজানের দেশ ভারত ও ভাটির দেশ বাংলাদেশ। মোট ৫৪টি নদীর এখনো কোনো চুক্তি হয়নি। প্রতি বছরই বন্যায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। মানুষের দুর্ভোগের কথা, প্রত্যাশার কথা তাদের চাহিদা অনুযায়ী উজানের দেশগুলোর সাথে কথা বলা যায়। সেটা বুঝতেই মাঠ পর্যায়ে আসা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুই দেশেরই আর কিছু না হোক, মানবিক কারণে পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জায়গায় বসতে হবে। এ বিষয়ে আমাদের দেশে রূপরেখা নির্ধারণ ও বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
বন্ধ হয়নি সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up