Published : Sunday, 22 September, 2024 at 9:02 AM, Update: 22.09.2024 10:02:23 AM
রাজধানীকে যানজটমুক্ত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাই এবার সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং রাস্তায় এলোমেলো গাড়ি রাখা বন্ধ করার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি সদর দফতরে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। মূলত গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতেই এই বৈঠক।
ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।
বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও শ্রমিকদের এ বিষয়ে আরো সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরো বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সবাই আন্তরিকভাবে কাজ করলে নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হবো। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।