Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিলেন ট্রাম্প ■ বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন করে যা রাখা হলো ■ হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪ ■ আবারও বনানীর সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা ■ গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ■ শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ■ বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামি রিমান্ডে
লিভারপুল ও রিয়ালের জয়
Published : Sunday, 22 September, 2024 at 8:52 AM

লিভারপুল ও রিয়ালের জয়

লিভারপুল ও রিয়ালের জয়

ইংলিশ প্রিমিয়ার লুইস দিয়াসের জোড়া গোলে জয় পেয়েছে লিভারপুল। আনফিল্ডে বোর্নমাউথকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে দ্য রেডস। দলের হয়ে বাকি একটি গোল করেন ডারউইন নুনেস। অন্যদিকে লা লিগায় টানা তৃতীয় জয়ে দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে একটি করে গোল করেছেন দানি,রদ্রিগো, ভিনিসিউস ও  এমবাপ্পে।

গত রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে এসি মিলানের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে লিভারপুল। সেই ছন্দ তারা ধরে রাখল ঘরোয়া লিগের ম্যাচেও। বোর্নমাউথকে হারিয়েছে বড় ব্যবধানে। 

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড। শুরু থেকেই বোর্নমাউথকে চাপে রাখে দ্য রেডস। খেলার ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন লুইস দিয়াস। ওই গোলের দুই মিনিট পরেই আবারো লুইসের ম্যাজিক। খেলার ২৮ মিনিটে বোর্নমাউথের গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগে লুইসের শট গিয়ে কাপায় জালে। তাতেই স্কোরলাইন দাঁড়ায় ২-০। 

খেলার ৩৭ মিনিটে নুনেসের গোলে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে যায় বোর্নমাউথ। ৩-০ গোলের স্কোরলাইনে বিরতি যায় লিভারপুল। বিরতির পর দুই দলেই গোল করার চেষ্টা করলেও গোল করতে পারেনি কেউই। অন্যদিকে লা লিগা টানা তৃতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

যদিও শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধে গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধ ছিল ভিন্ন। খেলার ৫৪ মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় এস্পানিওল। আত্মঘাতী গোল করলেন কোর্তোয়া। এর ৪ মিনিট পর  খেলার ৫৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল। 

খেলার ৭৫ রদ্রিগো দলকে এগিয়ে নেয়া পর খেলার ৭৮  ব্যবধান বাড়ান ভিনিসিউস। শেষদিকে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোলটি করে কিলিয়ান এমবাপ্পে। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল আর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জয় পেয়েছে অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
Monday, 16 December, 2024
দুইবার পিছিয়ে পড়েও লিভারপুলের ড্র
ক্রীড়া ডেস্ক
Sunday, 15 December, 2024
বার্সেলোনার রোমাঞ্চকর জয়
ক্রীড়া ডেস্ক
Thursday, 12 December, 2024
জুভেন্টাসের কাছে হারলো সিটি
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 12 December, 2024
বায়ার্ন মিউনিখের বড় জয়
ক্রীড়া ডেস্ক
Wednesday, 11 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up