Published : Saturday, 21 September, 2024 at 11:56 PM, Update: 22.09.2024 8:59:19 AM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে ১০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেবে। দেশের অর্থনীতিকে মজবুত করতে জামায়াতে ইসলামী এদেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দেশসেরা ইসলামী ব্যাংক অল্পদিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করেছে। কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে। এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।