Published : Saturday, 21 September, 2024 at 9:54 PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লাহোর সমাবেশ নিয়ে চরম নাটকীয়তা দেখা গেছে। সন্ধ্যা ৬টায় সমাবেশের সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে ‘লাইফ অফ’ দেয়া হয়েছে। ফলে অন্ধকার হয়ে পড়েছে সমাবেশস্থল।
এদিকে সমাবেশ মঞ্চের দখল নিয়েছে পুলিশ। খবর জিও নিউজ ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের।
শনিবার (২১ সেপ্টেম্বর) লাহোরে সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নেয় পিটিআই। কথা রয়েছে। তবে সমাবেশের অনুমতি নিয়ে পিটিআই ও পাঞ্জাব সরকারের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। তবে দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সেই স্থবিরতার অবসান ঘটে।
লাহোরের কাহনা এলাকায় ৪৩টি শর্ত মেনে সমাবেশ করার অনুমতি দেয় সরকার। তবে সময় বেঁধে দেয়া হয়, বিকেল ৩টায় শুরু করে সন্ধ্যা ৬টায় সমাবেশ শেষ করতে হবে।
শনিবার শর্ত মেনে নির্ধারিত সময়েই সমাবেশ শুরু হয়। তবে সময়সীমা শেষ হওয়ার পরপরই আলো নিভিয়ে দেয় জেলা প্রশাসন। লাহোর পুলিশ মঞ্চের নিয়ন্ত্রণ নেয় এবং মাইক্রোফোন কেড়ে নেয়। ফলে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন।
এদিকে লাহোর ডেপুটি কমিশনার (ডিসি) হুঁশিয়ারি দিয়ে বলেন, পিটিআই অনাপত্তিপত্র লঙ্ঘন করলে 'কঠোর ব্যবস্থা' নেয়া হবে। সন্ধ্যা ৬টার সময়সীমা শেষ হওয়ার পর তিনি প্রশাসনকে অবিলম্বে জনসমাগম বন্ধের নির্দেশ দেন।