Published : Saturday, 21 September, 2024 at 9:17 AM, Update: 21.09.2024 9:22:09 AM
সৌদি প্রো লিগে রোনালদোর গোলে জয় পেয়েছে আল নাসর। আল ইত্তেফাককে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এই ম্যাচের গোলটি ছেলেকে গোল উৎসর্গ করেন ক্রিস্টিয়ানো রোনালদো।
অ্যাওয়ে ম্যাচে ৩৩ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। বাকি দুই গোল করেন সালেম আল নাজদি (৫৬ মিনিটে) ও অ্যান্ডারসন টেলিস্কা (৭০ মিনিটে)।
শুক্রবার সৌদি প্রো লিগের নিয়মিত সেশনে আল ইত্তেফাকের বিপক্ষে গোলের পর বরাবরের মতো ‘সিউ’ উদযাপন করেন রোনালদো। এরপর গ্যালারির দিকে তিন আঙুল তুলে অন্য কিছু ইঙ্গিত করেন পর্তুগিজ তারকা। মূলত, ছেলে রোনালদো জুনিয়রের উদ্দেশে এই উদযাপন করেন সিআরসেভেন।
দলের হয়ে প্রথম গোল করে তা ছেলেকে উৎসর্গ করেন রোনালদো। এদিন রোনালদোরা মাঠের নামার আগে আল নাসরের জুনিয়র দলের হয়ে দুটি গোল করেছিলেন রোনালদো জুনিয়র। বাবা-ছেলে মিলে আল নাসরের হয়ে একই দিনে ৩ গোল করলেন, এমন বার্তায় দিয়েছিলেন রোনালদো।
এদিন আল নাসরের ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়িয়েছিলেন স্টেফানো পিওলি। অভিষেক ম্যাচ দারুণভাবে রাঙালেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের সাবেক এই কোচও।
অ্যাওয়ে ম্যাচে ৩৩ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। বাকি দুই গোল করেন সালেম আল নাজদি (৫৬ মিনিটে) ও অ্যান্ডারসন টেলিস্কা (৭০ মিনিটে)।