Published : Thursday, 19 September, 2024 at 9:48 AM
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। এরই মধ্যে জানা গিয়েছে টাইগারদের একাদশ।
চিদাম্বরম স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে খেলা। সফরকারীরা তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে।
লাল মাটির পিচে শুরুর দিকে পেসাররা সহায়তা পেতে পারেন। সেই বিবেচনায় বাংলাদেশের একাদশে রয়েছে তিন পেসার। সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে। ভারতের একাদশেও রয়েছে তিন পেসার।