Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
মেট্রো বন্ধে যাত্রী ভোগান্তি চরমে
Published : Wednesday, 18 September, 2024 at 3:41 PM

যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে

যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের কাছে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনায় সকাল থেকে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এ পথে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় অনেককে নেমে যেতে হয়েছে মাঝপথে।ফলে অফিসগামী যাত্রীসহ কাজে বের হওয়া যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। হঠাৎ সড়কে অধিক যাত্রীর চাপে আগারগাঁওয়ের আশেপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পর থেকে এমন ভোগান্তি শুরু হয় যাত্রীদের।

ভোগান্তিতে পড়ে অনেক যাত্রীই সামাজিক যোগাযোগ মাধ্যমের মেট্রোরেলের গ্রুপগুলোতে পোস্ট দিচ্ছেন। একটি স্ট্যাটাসে যাত্রী আনোয়ার পারভেজ লিখেছেন, সকাল ৯টা ৯ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেন আগারগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার সময় প্লাটফর্মেই যান্ত্রিক/সিগন্যাল ত্রুটিতে পরে। অতঃপর ডোর অ্যালাইন করে সবাইকে ট্রেন থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয় ৯টা ৩৫ মিনিটের দিকে।

রুমান শরীফ নামের এক যাত্রী ২টি পোস্ট করে লিখেছেন, মেট্রোরেল বিপর্যয়! যান্ত্রিক ত্রুটির জন্য মেট্রোরেল আগারগাঁও পর্যন্ত চলছে। ফলে ওখান থেকে যাত্রীরা পুলিশের গাড়ি, ট্রাকে করে যে যার মতো যাচ্ছে। আমি হেঁটেই রওনা দিয়েছি।

পোস্টে জাহিদ এম রহমান নামের একজন লিখেছেন, আমি ৯টা ১০ মিনিটে কার্ড পাঞ্চ করে শাহবাগ স্টেশনে উঠি। পরবর্তী ট্রেনের টাইম দেখাচ্ছিলো ২৫ মিনিট। ৯টা ২৮ পর্যন্ত অপেক্ষা করার পরও দেখি টাইম আগের মতোই দেখায়। বাসে যাবো ভেবে কার্ড পাঞ্চ করে স্টেশন ত্যাগ করার সময় দেখি আমার ১০০ টাকা (র‍্যাপিড পাস) কেটে নিয়েছে। আমি তো ট্রেনেই উঠতে পারিনি আর এই কয়েক মিনিটের জন্য ১০০ টাকা কেনো কাটতে হবে? জরিমানা যদি করাই লাগে সেটা ২০-৫০ টাকা পর্যন্ত। আমি যেহেতু একই স্টেশনে ছিলাম সুতরাং আমার কাছ থেকে যে ১০০ টাকা কেটে নেয়া হয়েছে সেটা নিতান্তই অন্যায়। আমি আমার টাকা ফেরত চাই।

সরজমিনে দেখা যায়  মতিঝিলমুখী মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় উত্তরার দিক থেকে আসা সব যাত্রী আগারগাঁও এলাকায় নামছেন। ফলে সড়কে পর্যাপ্ত সংখ্যক যানবাহন না থাকায় এই মোড়ে যাত্রীদের ভিড় বেড়ে গেছে। তারা ভোগান্তিতে পড়েছেন। আগারগাঁও মোড়কে ঘিরে থাকা প্রতিটি সড়কে যানজট লেগে আছে।

মেট্রোরেল চলাচল আংশিক বন্ধ থাকার বিষয়ে ডিএমটিসিএল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
Sunday, 20 October, 2024
ভারতের ভিসা না পেয়ে বিড়ম্বনায় রোগীরা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 October, 2024
চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 October, 2024
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 October, 2024
ছুটি শেষে রাজধানীতে বেড়েছে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 October, 2024
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thursday, 10 October, 2024
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up