Published : Wednesday, 18 September, 2024 at 10:20 AM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেড়ে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সতীশ সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে তার মাথায় আঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হন। পরে মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।