Published : Wednesday, 18 September, 2024 at 1:44 AM, Update: 18.09.2024 9:29:57 AM
বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলাসহ বেশ কিছু খাতে ২০২৬ সালের মধ্যে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক।
মঙ্গলবার দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সুলাইমান। এরপর উপস্থিত সাংবাদিকদের নাসিস সুলাইমান এ তথ্য জানান।
তিনি এসময় বলেন, আগামী তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলাসহ প্রয়োজনীয় বেশ কিছু খাতে আমরা সহায়তা দেবো। অন্যান্য ইসলামিক দেশের মতো আমাদের পলিসি অনুযায়ী সেটা দেওয়া হবে। এ পরিমাণ ৪-৫ বিলিয়ন হবে।