Published : Wednesday, 18 September, 2024 at 1:30 AM
পটুয়াখালীতে প্রস্তাবিত ইপিজেড, পায়রা তাপবিদ্যুত কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, মোংলা বন্দরের সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার মাধ্যমে পদ্মা সেতুর সুফল সম্প্রসারণের লক্ষ্যে নেয়া প্রকল্পে ছয় বছরের বেশি পার হলেও বাস্তবায়নে উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই।
এ অবস্থায় ভুমি অধিগ্রহণের সময়সীমা ২০২৬ সালের জুন পর্যন্তত বাড়াতে প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিটর (একনেক) সভায় উঠছে বুধবার।
একই সঙ্গে ১৮৬৭.৮৬ কোটি টাকা ব্যয় ধরে নেয়া প্রকল্পটির ব্যয় ৫৮৯৯.৬৬ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেয়া হচ্ছে। চূড়ান্ত অনুমোদন পেলে দুই বছরের ভূমি আধিগ্রহণ কাজ শেষ হতে মোট আট বছর সময় লাগবে। একই সঙ্গে সরকারের তহবিল থেকে ৪০৩১.৮০ কোটি টাকা বেড়ে প্রকল্পের ব্যয় দাড়াবে ৩.১৬ গুনে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) চলমান অন্তবর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরাতন সংসদ ভবনের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিকালে রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে সংবাদ ব্রিফিংয়ে একনেক সভার বিস্তারিত তুলে ধরবেন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।