Published : Monday, 16 September, 2024 at 11:46 AM, Update: 16.09.2024 12:38:08 PM
জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জনগণকে সচেতন হতে বলছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৯ জন। আর চলতি বছরের আগস্টে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৬ জন। চলতি বছরের প্রথম ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সাড়ে ১৫ হাজার মানুষ। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৭ জন।
গত ১ জানুয়ারি থেকে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০৭ জনের। চলতি মাসের ১৫ দিনে মোট আক্রান্ত ৪৮৬ জন।
চিকিৎসকরা বলছেন, বরাবরের মতই ডেঙ্গুর লক্ষণ বুঝতে না পারার কারণেই বাড়ছে মৃত্যুঝুঁকিও। প্লাটিলেট নিয়ে শঙ্কিত না হয়ে বারবার রক্তচাপ পরীক্ষা ও পর্যাপ্ত পানীয় পানের পরামর্শ দিচ্ছেন তারা।
জানা গেছে, ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুর জন্য জাপান ইতোমধ্যেই ‘কিউডেঙ্গা’ নামের একটি ভ্যাকসিন ব্যবহার করছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। অনেকের মতে, অন্তত শিশুদের সুরক্ষিত রাখতে এই ভ্যাকসিন আমদানি করতে পারে বাংলাদেশ।