হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
Published : Monday, 16 September, 2024 at 11:39 AM, Update: 16.09.2024 12:38:46 PM
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি কাস্টসম সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারী ছুটি থাকায় আজ সোমবার একদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
দেশসংবাদ/এমএইচ/এমএটি