Published : Saturday, 14 September, 2024 at 8:06 AM
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার জনপদ মোড়ে ডিউটি করার সময় এক পুলিশ কনস্টেবলকে ধরাল অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই পুলিশ সদস্যের নাম আশরাফ আলী (৪৭)।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, যাত্রাবাড়ী জনপদ মোড়ে ডিউটি করার সময় ট্রাফিক পুলিশ সদস্য আশরাফ আলীকে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছে। ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছেন।