চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন এই সিরিজের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
১৬ সদস্যের এই দলে আছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।রোববার রাতে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।
সম্প্রতি পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে দেশে ফিরেছে টাইগাররা। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে, ১৫ সেপ্টেম্বর ভারতে পৌঁছাবে নাজমুল হোসেন শান্তর দল।
এদিকে, পাকিস্তান সিরিজ শেষে কাউন্টি খেলতে সোজা ইংল্যান্ডে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকে আবার সরাসরি ভারতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এ অলরাউন্ডার।