ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কমেছে মূল্যস্ফীতি। সাধারণ সূচকে আগস্ট মাসে মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে যা গত মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি।
রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের সবশেষ তথ্যানুযায়ী, আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে, গত জুলাই মাসে যেটি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।
চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসের তুলনায় আগস্টে কমেছে ২ দশমিক ৭৪ শতাংশ। আগস্টে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাই মাসে যেটি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।
এদিকে জুলাই মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৮ শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৪৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৫ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ২৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২০ শতাংশ।