বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে একথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, আশা করি, আমরা জিএসপি সুবিধা পাব। বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার ব্যাপারে আমেরিকা ইতিবাচক।
গত অর্থবছরে রফতানি আয়ে ১২.৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে রফতানি তথ্যে যাতে আর গরমিল না হয়, সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। একটা-দুইটা পণ্যের ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। রফতানিপণ্যে বৈচিত্র্য আনতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংক লুটপাটকারীদের কিছু কিছু ধরা হয়েছে। সামনে আরও দৃশ্যমান হবে। পাচার করা অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে।
পরবর্তী বাণিজ্য মেলা আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলেও জানিয়েছেন এ উপদেষ্টা।