Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিএনপির সঙ্গে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটির বৈঠক ■ ৬ মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবি জামায়াতের ■ সীমান্তে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত ■ ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ■ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ ■ অস্থিরতার পেছনে প্লেয়ার ও রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা ■ সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের
কলেজছাত্রকে গুলি করে হত্যা, কনস্টেবল গ্রেপ্তার
Published : Saturday, 7 September, 2024 at 9:51 PM, Update: 08.09.2024 12:36:55 AM

গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন

গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন

গত ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে আন্দোলন চলাকালে হৃদয় (২০) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যার মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের পারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। এর পাশাপাশি তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট কোনাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন হৃদয়। এ সময় তিনি বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কয়েকজন পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সে রাস্তার পাশে অবস্থান নেয়। তখন শিল্প পুলিশের পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁরা হৃদয়কে ধরে মারধর করতে থাকেন। একপর্যায়ে কনস্টেবল আকরাম তার পেছনের দিক থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

পরে নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদি হয়ে কোনোবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জেলা মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, হত্যা মামলার প্রাথমিক তদন্তে কন্সটেবল আকরামের সম্পৃক্ততা পাওয়া গেছে। আটকের পর শনিবার (৭ সেপ্টেম্বর) ১০ দিনের রিমান্ড চেয়ে আকরামকে আদালতে তোলা হয়। আদালত আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) শুনানির তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
দেড় মাসে দেশে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ
নিজস্ব প্রতিবেদক
Friday, 20 December, 2024
দুদকের প্রতিনিধি দল ইসিতে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up