Published : Saturday, 7 September, 2024 at 4:10 PM
রাজশাহীর বাগমারায় পরিত্যক্ত একটি বস্তা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগমারা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া সেল সূত্র জানায়, অভিযানের সময় একটি বস্তায় পরিত্যক্ত অবস্থায় ২৪টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। সেগুলো আমরা উদ্ধার করেছি। এগুলোর মধ্যে রামদা, ছোরাসহ বিভিন্ন ধরনের ২৪টি অস্ত্র ছিল। এগুলো থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।