Published : Saturday, 7 September, 2024 at 11:22 AM, Update: 07.09.2024 11:30:05 AM
শ্রমিক অসন্তোষে বন্ধ রাখা ঢাকার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খুলতে শুরু করেছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৮টার পর থেকে শুরু হয়েছে উৎপাদন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। কর্মবিরতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল রয়েছে।
গত কয়েকদিন ধরে চাকরিপ্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ্চলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ।
আশুলিয়ার তৈরি পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিয়ে শুক্রবার বিজিএমইএর কার্যালয়ে দুই দফায় বৈঠক হয়। এতেই কারখানা খোলার সিদ্ধান্ত আসে। ওই বৈঠকের পর বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব জানান, শ্রমিকনেতারা সাধারণ শ্রমিকদের কাজে ফিরতে আহ্বান জানিয়েছেন। কোনো দাবিদাওয়া থাকলে মালিকপক্ষকে লিখিত দিতে বলা হয়েছে।