Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার ■ মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস ■ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার
ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা নির্বাচন পর্যন্ত স্থগিত
Published : Saturday, 7 September, 2024 at 10:22 AM, Update: 07.09.2024 11:11:45 AM

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে দেয়া ঘুষের মামলার সাজা ঘোষণার তারিখ ৫ নভেম্বর নির্বাচন হওয়া পর্যন্ত পেছানো হয়েছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। খবর আল জাজিরার।

জুয়ান জানান, ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা পরিবর্তন করে এখন ২৬ নভেম্বর করা হয়েছে। 

এর আগে ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে সাজা ঘোষণার তারিখ পেছানোর জন্য আবেদন করেছিলেন। 

এই মামলায় দ্বিতীয়বারের মতো সাজা শুনানির তারিখ পেছানো হলো বলে জানান মেরচান। যা শুরুতে ১১ জুলাই নির্ধারিত ছিল। এ বিষয়ে মেরচান বলেন, আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থীতা বিবেচনা করে নতুন তারিখটি বেছে নেয়া হয়েছে।

বিচারক আরও জানান, বিচারিক প্রক্রিয়া আসন্ন নির্বাচনে প্রার্থীর ওপর যেন কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে এ কারণে সাজা ঘোষণার তারিখ স্থগিত করা হয়েছে। আদালত একটি ন্যায্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রতিষ্ঠান বলেও জানান তিনি। 

তবে আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্পের বিরোধীপক্ষ। তারা বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে আদালত। আদালতের এ ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা দিচ্ছে বলেও সমালোচনা করেন তারা। 
 
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে পর্নো  তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি ২০১৬ সালের নির্বাচনে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার তাকে দিয়েছিলেন এবং এটি লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। 

মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করার ঘোষণা দিয়েছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 11 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up