Published : Thursday, 5 September, 2024 at 9:14 PM
পুরো ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণে ভীতিও ছড়িয়েছে অনেকবার। তবে কাঙ্ক্ষিত গোল এসেছে একবারই। প্রথমার্ধে শেখ মোরসালিনের করা ওই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের ক্যাবরেরার দল।
৮ বছর পর ভুটানের মাটিতে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। তবে আক্রমণে তেমন মুন্সিয়ানা দেখাতে পারেনি ক্যাবরেরার দল। সেটা করতে পারলে ব্যবধানটা আরও বাড়তে পারতো। একমাত্র যে গোলটা করেছিলেন মোরসালিন, সেটাও এসেছে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যান রাকিব হোসেন। কর্ণার লাইনের ঠিক আগে মোরসালিনের উদ্দেশে বল ক্রস করেন তিনি। সরাসরি বলের কাছে পৌঁছাতে পারেননি মোরসালিন। নেপালের গোলরক্ষক বল সরাসরি হাত দিয়ে না ধরে সেটাকে অন্যদিকে ঠেলে দেয়ার চেষ্টা করেন। কিন্তু ক্লিয়ার করতে পারেন না। বল চলে যায় মোরসালিনের কাছে। ডি-বক্সের মধ্য থেকে জালে বল জড়াতে ভুল করেননি তরুণ এই স্ট্রাইকার।
অষ্টাদশ মিনিটে প্রথম গোলে শট করে ভুটান। তবে নিমা ওয়াংদির সেই শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। কর্নারে ইয়েশে গাইয়েতলসেনের হেড দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধে শেষ হয় ১-০ গোলে।
সময় গড়াতে থাকলে খেলার গতি কমে। দ্বিতীয়ার্ধে একবার বাংলাদেশের বাংলাদেশের জালে বল পাঠায় ভুটান। তবে হ্যান্ডবল হওয়ায় সেই গোল বাতিল করেন রেফারি।
৮৭তম মিনিটে ভালো আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন মোরসালিন, কিন্তু ইমন পা ছোঁয়ালেও বল পোস্টে রাখতে পারেননি। নিখুঁত স্লাইডে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। বাকি সময় নির্বিঘ্নে পার করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।