Published : Thursday, 5 September, 2024 at 8:44 PM, Update: 06.09.2024 11:12:47 AM
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৮ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬৮৬ জনের। তাদের ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন।