Published : Thursday, 5 September, 2024 at 8:39 AM, Update: 05.09.2024 8:52:22 AM
ছাত্র-জনতা আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের অপহরণ-নির্যাতনসহ ১০ ধরনের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ ৪৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি মামলার আবেদন করেছেন এক নারী। মামলায় নাম উল্লিখিত আসামিদের মধ্যে ২৮ জনই বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক।
বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটির আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী নূর ই খোদা বলেন, ‘আজ আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। এরপর আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। পিবিআইয়ের প্রতিবেদন আসার পর মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।’
মামলার বাদী হাসিনা মমতাজ (৫৫) নগরীর কোতোয়ালি থানার নজির আহমদ চৌধুরী রোড বাই লেইন চেয়ারম্যান গলির বাসিন্দা সৈয়দ আবুল হাসেমের মেয়ে। সৈয়দ আবুল হাসেম চট্টগ্রাম নগর বিএনপির নেতা ছিলেন।