Published : Wednesday, 4 September, 2024 at 11:58 AM
লা ফিনালিসিমার তৃতীয় লড়াইয়ে ২০২৫ সালে মুখোমুখি হবে কোপাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেন। ভেন্যু-সময় এখনও নির্ধারণ না হলেও জানা গেছে সম্ভাব্য আয়োজক দেশের নাম। ২০২৪ সালের শিরোপা নির্ধারণী ম্যাচটি হতে চলেছে স্বাগতিক স্পেন বা যুক্তরাষ্ট্রে। বিস্তারিত এই রিপোর্টে
কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ‘ফিনালিসিমা’। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার দর্শকরা অপেক্ষায় রয়েছে ফিনালিসিমার।
কনমেবল ও উয়েফা ইতোমধ্যেই এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে। তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারনা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর।
আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুলের দাবি, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চেয়েছিল বুয়েন্স আয়ার্সে এল মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে। কিন্তু ফিফা জানায়, শিরোপা নির্ধারণী ম্যাচটি আয়োজনের দায়িত্ব দিতে চায় স্পেন ও যুক্তরাষ্ট্রের যেকোনো এক দেশকে।
২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা। যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি।