ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় একটি অভিবাসী বহনকারী নৌকা ডুবে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস-নেজ উপকূলে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।
বোলোন-সুর-মের মেয়র ফ্রেডেরিক কুভিলিয়েরের মতে, জাহাজটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। তবে সঠিক সংখ্যা কত তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
জরুরী কর্মীরা ৬৫ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তিনটি হেলিকপ্টার, দুটি মাছ ধরার জাহাজ এবং দুটি নৌকা মোতায়েন করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ইংলিশ চ্যানেলে এটিই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
এই বছর এ পর্যন্ত ২০, ০০০ এরও বেশি মানুষ ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন।
২০২৪ সালে ইংল্যান্ডে পাড়ি দেয়ার চেষ্টার সময় মারা যাওয়া অভিবাসীর সংখ্যা প্রায় ৪০। চ্যানেলে ক্রমবর্ধমান মৃতের সংখ্যার জন্য অসাধু পাচারকারীদের দায়ী করছেন ফরাসি কর্মকর্তারা। খবর সিএনএন